E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নড়াইলের দুটি আসনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 

২০২৫ ডিসেম্বর ১৩ ১৯:১২:২৯
নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নড়াইলের দুটি আসনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ 

রূপক মুখার্জি, নড়াইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য নড়াইলের দুটি আসনে ৪ জন এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। 

গত শুক্রবার নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে ২টি নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগ করা হলো।

নড়াইল সদর উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট দেবাশীষ অধিকারী ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: বদিউজ্জামানকে, লোহাগড়ায় দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিষ্টেট মো: রফিকুল ইসলাম ও লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিয়া সুলতানাকে এবং কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শ্রাবনী বিশ্বাস ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট সোহানুর রহমান সেতুকে কালিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা তাদের সংশ্লিষ্ট অধিক্ষেত্রে সমন্বয় করবেন।

(আরএম/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test