E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার সরালেন বিএনপি প্রার্থী 

২০২৫ ডিসেম্বর ১৩ ১৯:২৭:০২
শ্যামনগরে আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার সরালেন বিএনপি প্রার্থী 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনি আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজ হাতে ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

একই সঙ্গে তিনি উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সব ব্যানার ফেস্টুন দ্রুত অপসারণের জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের পরিবহন টার্মিনালে নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলাকালে তিনি এ নির্দেশনা দেন।

ড. মোঃ মনিরুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর নৈতিক দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সর্বদা আইন ও বিধি মেনে রাজনীতি করে। সেই লক্ষ্যে আমি আমার নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে এবং কোথাও আচরণবিধি লঙ্ঘন যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

(আরকে/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test