E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাদি হামলার আসামি ধরতে হিলি সীমান্তে বিজিবির কড়া নজরদারি

২০২৫ ডিসেম্বর ১৩ ১৯:৪৯:৩২
হাদি হামলার আসামি ধরতে হিলি সীমান্তে বিজিবির কড়া নজরদারি

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারীকে দেশত্যাগে বাধা দিতে দিনাজপুরের হিলি সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাড়তি সতর্কতা জারি করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের প্রবেশ ও বহির্গমন পয়েন্টে অতিরিক্ত বিজিবি পোস্ট স্থাপন করা হয়েছে এবং জনবল বৃদ্ধি করা হয়েছে। অভিযুক্তের পরিচয় ও সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা ও আশপাশে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, সীমান্ত এলাকার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বিজিবির চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। আমরা আশাবাদী, আসামি সীমান্ত এলাকায় প্রবেশের চেষ্টা করলে দ্রুত তাকে আটক করা সম্ভব হবে।

ঘটনাটিকে কেন্দ্র করে হিলি সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

(এসএএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test