E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন  

২০২৫ ডিসেম্বর ১৩ ২০:০৫:১৬
লোহাগড়ায় ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন  

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ৫ম দিনব্যাপী ১২তম জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে ৫ দিনব্যাপী ১২তম জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ।

জেলা স্কাউটের সাধারন সস্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, লোহাগড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইবুর রহমান, প্রধান শিক্ষক ও কাব স্কাউট লিডার হান্নান বিশ্বাস, কাজী কামরুল হুদা, সিদ্দিকুর রহমান ,শাহিনুর রহমান টিটো প্রমুখ।

এ বছর কাব ক্যাম্পুরীতে জেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার কাব স্কাউটদল অংশ গ্রহণ করছে। আগামী ১৫ ডিসেম্বর মহা তাবু জলসা অনুষ্ঠিত হবে এবং ১৬ ডিসেম্বর কাব ক্যাম্পুরী শেষ হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

(আরএম/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test