E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধে উদ্বেগ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ১৪ ১৮:৩০:৩০
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস আফরোজা আখতার সভায় সভাপতিত্ব করেন।

সভায় শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, বাস টার্মিনাল বাইপাস এলাকায় স্থানান্তর, অবৈধ ইজিবাইক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল বন্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনের দস্যু দমন, মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, কালিগঞ্জের চম্পাফুলে সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরের প্রধান ফটকে বেলাল হোসেন ও আকবর মোল্লার অবৈধ দোকান নির্মান, জেলেখালিতে বিষ্টু পরমান্যের ছেলেদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর করে জহির গাজীর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাব্লু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আব্দুল আজিজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশানের সভাপতি আবু হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test