E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

২০২৫ ডিসেম্বর ১৪ ১৮:৫৩:৪৫
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে শহরের বধ্যভমিতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন পুস্পস্তাবক অর্পন করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তাবক অর্পন করেন। পরেই শহীদ বুদ্ধিজীবিদের স্মরণের গার্ড অব অনার ও এক মিনিট নিরবতা পালন করা হয়। 

শহীদ বুদ্ধিজীবি দিবসে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আইনজীবি সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা যুবদল, মহিলা দল, ছাত্রদল, সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন করা হয়েছে।

পুস্পস্তাবক অর্পন শেষে শহররক্ষা বাধ সংলগ্ন বধ্যভূমি চত্বরে রেজলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান প্রমুখ।

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test