E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে বিকল্পধারা বাংলাদেশ’র শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০২৫ ডিসেম্বর ১৬ ১৯:৩৩:৪৮
শ্রীনগরে বিকল্পধারা বাংলাদেশ’র শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবসে উদযাপনের দিনে বিকল্পধারা বাংলাদেশ এর শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার জুশুরগাঁওয়ের বাইপাস রোডের বাগান বাড়িতে বিকল্পধারা বাংলাদেশ'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম হোসেন ও শ্রীনগর উপজেলা যুবধারার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মুন্সীগঞ্জ- ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ'র হাতকে শক্তিশালী করতে বিকল্পধারা বাংলাদেশ ছেড়ে শতাধিক নেতা-কর্মীও সমর্থকগণ বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়লসহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

(এআই/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test