E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

২০২৫ ডিসেম্বর ১৭ ১৭:১৩:৫৮
সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বগুড়া সোনাতলায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রসাশন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিএনপি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের পক্ষে থেকে এবং সামাজিক সংগঠন এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার (ভুমি) শাহানাজ পারভীন, থানার অফিসার ইনচার্জ (ওসি)কবির হোসেন প্রমুখ।

এরপর সোনাতলা ষ্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা,উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী।দুপুরে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের পরিষদের হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়।

(বিএস/এএস/ডিসেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test