E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় পুলিশের ওপর হামলার ঘটনায় ২৩ জনের নামে মামলা, আটক ৭

২০২৫ ডিসেম্বর ১৭ ১৮:১২:৪৩
সালথায় পুলিশের ওপর হামলার ঘটনায় ২৩ জনের নামে মামলা, আটক ৭

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরার সময় পুলিশের ওপর হামলা ঘটনায় ২৩ জন এজাহারভুক্ত আসামী ও অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া নতুন বজার এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। 

ঘটনার দিন রাতে ও বুধবার ভোররাতে অভিযান চালিয়ে ৭জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- খোরশেদ খান, ইব্রাহিম মোল্যা, লুৎফর রহমান লিমন খান, আজম খান, তুহিন খান, কাসেম মোল্যা ও পরিতোষ মন্ডল। তাদেরকে বুধবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. দেলোয়ার খানকে গ্রেপ্তার করতে আগুলদিয়া নতুন বাজারে যান সালথা থানার এএসআই মুকুল মোল্যা ও এএসআই আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন আওয়ামী লীগ নেতা খোরশেদ খান ও তার সহযোগিতা। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার এএসআই মুকুলের মাথা ফেটে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে আওয়ামী লীগ নেতা খোরশেদ খান ও তার সহযোগিরা বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপপরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় খোরশেদ খানসহ মোট ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test