E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

২০২৫ ডিসেম্বর ১৯ ১৭:২০:৪৯
ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

দীপক চন্দ্র্র পাল, ধামরাই : ধামরাইয়ে নির্মাণাধীন দশতলার নয়তলা ভবন থেকে পড়ে মোঃ শামীম (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌর সভার ঢুলিভীটা আমিন মডেল টাউন এলাকায় এক স্কুলের দশতলা ভবনের নয় তলায় কাজ করার সময় মাচা ভেঙ্গে গিয়ে ওই শ্রমিক শামীম পড়ে গেলে তার মৃত্যু হয়েছে।

নিহত শামীমের বাড়ি টাাঙ্গাইাল জেলার সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ মনির মন্ডলের ছেলে।

উপস্থিত লোকজনরা জানান, শামীম সকাল থেকেই নয় তলার উপড়ে চাইলসের কাজ করছিল।
দুপুর একটা দিকে হঠাৎ বাশের মাচা ভেঙ্গে নীচে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হন। দ্রুত সহকর্মী ও আশপাশের লোকজনরা শামীমকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীমের সহকর্মী জাহিদ জানান তারা দুজনে এক সাথে নয় তলায় টাইলসের কাজ করছিল।হঠাৎ মাচা খেঙ্গে সীচে পড়ে যায় শামীম।

সহকর্মী জাহিদ জানান, সে কোনে মতে আরেকটি বাশ ধরে বেচে যান।জাহিদ আরো বলেন ভবনটিতে পর্যাপ্ত নির্পাত্তা ব্যবস্থা ছিল না। তারা আগেই কাজ করতে অনিহা প্রকাশ ছিল।

ওই স্কুল ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশন লিমিটেডের ইঞ্জিনিয়ার মোঃ হামিদ বলেন, দুর্ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তিনি শুনে ঘটনাস্থলে এসে জেনেছেন।

এ সংবাদ শুনে ধামরাই থানার পুলিশের এসআই মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বর্তমানে লাশ আশুলিয়া থানার গণস্বাস্থ্য হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে তাতেদর সাথে কথা বলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন।

(ডিসিপি/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test