E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ

২০২৫ ডিসেম্বর ১৯ ১৮:৩৬:৪৫
কাপ্তাইয়ে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে নৈসর্গিক পরিবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'তারুণ্যের উৎসব ২০২৫। আজ শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা যুবক উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমে হা- ডু - ডু খেলা অনুষ্ঠিত হয়।

এই উৎসবের অংশ হিসেবে আয়োজিত বিশাল যুব সমাবেশ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। এতে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৩২-৩০ পয়েন্টে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। সহকারী ছিলেন কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল কাদের। স্কোরার: রেজাউল করিম। ধারাবর্ণনায় : ওসমান গণি তনু।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

এসময় তিনি বলেন, "তরুণরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। কাপ্তাইয়ের এই উৎসব প্রমাণ করেছে যে, সুযোগ পেলে আমাদের যুবসমাজ তাদের মেধা ও শারীরিক সক্ষমতা উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব দেখাতে পারে। হা-ডু-ডু খেলার আয়োজন আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে করিয়ে দিচ্ছে।"

পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: খায়রুল আলম।

এদিকে যুব সমাবেশ উপলক্ষে অদম্য নারী সম্মাননা প্রাপ্ত যুব উদ্যোক্তা লেডি বাইকার কাপ্তাইয়ের শিল্প এলাকার জেমিয়া ফারজানা নিতু এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বাই সাইকেল ট্রাভেলার বীর কুমার তনচংগ্যা সমাবেশে সফলতার গল্প তুলে ধরেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test