E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে দিনাজপুর উত্তাল

২০২৫ ডিসেম্বর ২০ ১৪:৩০:২১
হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে দিনাজপুর উত্তাল

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই  হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর। জুলাই আন্দোলনকারী যোদ্ধা,সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল,সড়ক ও রেলপথ অবরোধ এবং প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা জামাতের পর দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে বিক্ষোভ করে জুলাই আন্দোলনের যোদ্ধা ও এনসিপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০ টা থেকে সোয়া ১১টা হাজী দানেশ বিশ্ববিদ্যালয়,সরকারি কলেজ মোড়,নীমনগর বাস স্ট্যান্ড মোড়,বিরল উপজেলাসহ জেলার বেশ কিছু স্থানে জুলাই আন্দোলনকারী যোদ্ধা, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, মহা সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি পদলন করে।

এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে। বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ, তুমি কে আমি কে? হাদি হাদি, ‘ভারতের আগ্রাসন, রুখে দাও জনগণ, লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, আমরা
সবাই হাদি হব, গুলির মুখে কথা কবসহ বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা বলেন,জুলাই আন্দোলনের পর অনেকে নৈতিকতা বিসর্জন দিলেও হাদি তার নৈতিকতার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছেন। তিনি দেশের মাটি, মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের রাজনীতির পক্ষে ভারতীয় আগ্রাসন রুখতে নতুন বন্দোবস্তের স্বপ্নের সারথি হয়ে চিরকাল বেঁচে থাকবেন। আমরাও হাদি হয়ে বেঁচে থাকতে চাই।

(এসএএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test