E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৩১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা 

২০২৫ ডিসেম্বর ২০ ১৮:২২:৫৩
৩১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার মুকসুদপুর উপজেলার বাটিকামারী হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ওই উপজেলার ৩১ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৭৯৮ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।

বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন আয়োজিত মেধা বৃত্তিপরীক্ষা চলাকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আসিক কবির, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ, বাটিকামারী উচ্চ বিদা্যালয়ের অধক্ষ এবং হল সুপার শিশির মন্ডল, হল কন্ট্রোলার নিরঞ্জন পাল, সংগঠনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোশাররফ হোসেন বলেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে সেরা ৭০ জন মেধাবীকে পরীক্ষার মাধ্যমে বছাই করা হবে। প্রত্যেককে এককালীন মেধাবৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে। আমরা ৪ বছর ধরে এটি করে আসছি। লেখাপড়ার গুনগতমান বৃদ্ধিতে ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে ভবিষ্যতে এ বৃত্তি প্রদান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test