E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

২০২৫ ডিসেম্বর ২২ ১৪:৫২:০৫
গোপালগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

গোপালগঞ্জ প্রতিনিধি : বিয়ের ৭ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে দুধে গোসল করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রিয়াদ শরীফ (৩০) নামে এক যুবক। 

শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ একই গ্রামের হাসান শরীফের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুধ দিয়ে গোসলের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ২০১৮ সালে রিয়াদ শরীফ প্রেমের সম্পর্ক করে মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে মৌ খাতুন বাড়ি থেকে চলে যান। পরে রিয়াদ শরীফ ও তার পরিবার জানতে পারেন, তিনি অন্য কোথাও চলে গেছেন। এক পর্যায়ে গত শনিবার (২০ ডিসেম্বর) উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে রিয়াদ শরীফ ও মৌ খাতুনের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

রিয়াদ শরীফ বলেন, ‘বিয়ের পর কিছুদিন আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু কিছু দিন পর থেকে আমার স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া। আমার পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করতো। এক সপ্তাহ আগে সে বাবার বাড়িতে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি অন্য কোথাও চলে গেছে। তার এমন কার্যকলাপ আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই। তালাক দেওয়ার পর দুধে ‌গোসল করি।’

সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে, উভয় পরিবারের সম্মতিতে আপোষ তালাকের মাধ্যমেই বিচ্ছেদ ঘটেছে।

(টিবি/এএস/ডিসেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test