E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ঘে যুবক নিহত

২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:৩৯:৩৭
ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ঘে যুবক নিহত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাহবুব আলম (২০) নামে এক ওষুধ বিক্রেতা দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরহোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, নিহত মাহবুব ঈশ্বরগঞ্জ থেকে সড়ক পথে মোটরসাইকেল নিয়ে চরহোসেনপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাহাবুব আলম উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে ঈশ্বরগঞ্জ পৌর শহরের রতন মেডিকেল হলে চাকুরি করতেন।

রতন মেডিকেল হলের মালিক সামসুল হুদা বলেন, ঘটনার দিন রাত পৌনে নয়টায় তার চাচাতো ভাই মিজানুর রহমানের মোটরসাইকেল নিয়ে কুয়াশার মাঝে বাড়ি ফিরছিল মাহবুব। ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(এন/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test