E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দীপু দাস ও আয়েশা হত্যার বিচার দাবি 

দেশজুড়ে মব ভায়োলেন্সের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:০৮:২৩
দেশজুড়ে মব ভায়োলেন্সের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ময়মনসিংয়ের ভালুকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার দায়ে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে নির্যাতনের পর তাকে বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা ও লক্ষীপুরের বিএনপি কর্মী বেলাল হোসেনের মেয়ে আয়েশাকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যার প্রতিবাদসহ দেশব্যাপী মব ভায়োলেন্সের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি পালনকালে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ কুমার সাধু, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, জেলা বিএনপির সদস্য সচীব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, যুব ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অমিত ঘোষ বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, ৯ ডিসেম্বর রাতে ইনক্লাব মঞ্চের আহবায়ক শরিফ আল হাদীর গুলিতে মারা যাওয়ার পরবর্তী সময়ে ময়মনসিংএর পোশাক কারখানার শ্রমিক দীপু কুমার দাসকে মহানবীকে কটুক্তি করার মিথ্যা অভিযোগে কারখানা থেকে ধরে এনে নির্যাতনের পর গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দীপু কারখানার শ্রমিকদের ন্যয্য অধিকার আদায়ের দাবিতে কথা বলতেন। একপর্যায়ে তাকে সুপারভাইজার পদে পদোন্নতি মেনে নিতে না পেরে ওই কারখানার কয়েকজন শ্রমিক মালিকপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তাকে ইস্তফা দিতে বাধ্য করার পর মহানবীকে কটুক্তি সংক্রান্ত মিথ্যা অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত পুলিশ ও পরে একটি বিশেষ মেলৈবাদি গোষ্ঠীর হাতে তুলে দেয়। সেখান থেকে মারতে মারতে প্রায় তিন কিলোমিটার টানতে টানতে নিয়ে এসে বিবস্ত্র করার পর ঢাকা-ময়মনসিংহ রোডের একটি ডিভাইডারের পাশে থাকা গাছে পা দুটো উপরে ঝুলিয়ে বেঁধে একটি ধর্মীয় স্লোগান দিতে দিতে মারতে মারতে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে।

পুড়ে যাওয়া লাশের উপরে আবারো পেটাতে থাকে উন্নত্ত যুবকরা। বিষয়টি সংখ্যালঘুদের উপর নির্যাতন বলা হলেও পররাষ্ট্র উপদেষ্টা সেটা মানতে রাজী হননি। এ ন্যক্কারজনক ঘটনা বর্তমান সরকার দায় এড়াতে পারে না। যাহা সারা বিশ্বে দেশের ভাবমুর্তি নষ্ট করেছে। একইভাবে লক্ষীপুরে বিএনপি কর্মী বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়েশাকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভাঙচুর ও লুটপাট শেষে সাংস্কৃতিক সংগঠন উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আগুন লাগানো হয়েছে। এ সব ঘটনায় বর্তমান সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রতিদিনই কোন না কোন স্থানে ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test