E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রিমিয়ার সিমেন্টে মাসব্যাপী স্পোর্টস কার্নিভালের পর্দা নামল, কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা

২০২৫ ডিসেম্বর ২৫ ১৬:৫২:২০
প্রিমিয়ার সিমেন্টে মাসব্যাপী স্পোর্টস কার্নিভালের পর্দা নামল, কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইছানগরে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড (প্রিমিয়ার সিমেন্ট) এর উদ্যোগে মাসব্যাপী আয়োজিত “স্পোর্টস কার্নিভাল ২০২৫”–এর পুরস্কার বিতরণী ও ১২ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে এই অনুষ্ঠানে প্লান্ট হেড এস. বি. বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার তারিক কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ ফাইনান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন এডমিন প্রধান লেফটেন্যান্ট (অব.) মোহাম্মদ ইকবাল, ইলেক্ট্রিক্যাল হেড এয়াকুব নবী, ভ্যাট ইনচার্জ গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।

পুরো অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন এজিএম কাজী শাহে এমরান। এ সময় ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠান তিশা মেরিন ইঞ্জিনিয়ারিং ও মিনহা অ্যান্ড ব্রাদার্স–এর স্বত্বাধিকারী মো. নুরুল আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সাইফুল আমিন চৌধুরী (তুষার)। সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন, সালাহউদ্দিন, খোরশেদ আলম, যুবাইর আলম, সরোয়ার, ইসমাইল, মাহমুদুল্লাহসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, খেলাধুলা কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনাকে আরও শক্তিশালী করে। একই সঙ্গে দীর্ঘদিনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান প্রতিষ্ঠানের প্রতি তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে কাজ করবে।

(জেজে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test