E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে সম্প্রীতির ছোঁয়ায় বড়দিন উদযাপন

২০২৫ ডিসেম্বর ২৫ ১৭:৪৮:৪৭
কাপ্তাইয়ে সম্প্রীতির ছোঁয়ায় বড়দিন উদযাপন

রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য জনপদে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে পালিত হয়েছে শুভ বড়দিন। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চসহ বিভিন্ন গির্জায় প্রার্থনা ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

প্রার্থনা ও ধর্মীয় আচার সকাল সাড়ে ৮টায় চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ সমবেত হন। অনুষ্ঠানের শুরুতে সমবেত প্রার্থনা ও খ্রীষ্ট সঙ্গীত পরিবেশন করা হয়। চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড দিলিপ সরকার বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হয়। এছাড়া সানডে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের মাঝে উপহার বিনিময় করা হয়।

কেক কাটা ও আলোচনা সভা সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে বড়দিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম- ৭ রাঙ্গুনিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম সাবেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা, রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামী আমীর
আব্দুল আলীম।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক মিলনমেলা। উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিনছড়া এলাকায় ৩টি এবং ৩ নং চিৎমরম ইউনিয়নের আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকার ১টি চার্চে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে। দুর্গম জনপদের মানুষগুলো সাধ্যমতো সাজসজ্জা ও আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test