E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ- ২ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ডাঃ কে এম বাবর

২০২৫ ডিসেম্বর ২৫ ১৮:৪৮:৪৯
গোপালগঞ্জ- ২ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ডাঃ কে এম বাবর

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ (২১৬) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসক ডাঃ কে এম বাবর। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র ও টোকেন মানি জমার রসিদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান ডা. কেএম বাবার। গত ২৭ নভেম্বর প্রার্থী বদলের দাবিতে মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থীর ব্যানারে গোপালগঞ্জ শহরে শোডাউন কর্মসূচী করা হয়। তারপর এ আসনে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি থেকে বিএনপির মনোনয়ন পাচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু বুধবার (২৪ ডিসেম্বর) এ আসনে বিএনপির মনোয়ন চূড়ান্ত করে ডা. কেএম বাবরকে মনোনয়ন দেওয়া হয়।ফলে এই আসনেকে পাচ্ছেন ধানের শীষ প্রতীক তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

দলীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ-২ আসনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় রাজনীতিতে ডাঃ কে এম বাবরের পরিচ্ছন্ন ভাবমূর্তি, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক দক্ষতার বিচারেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডাঃ কে এম বাবর বলেন, "মহান আল্লাহর অশেষ শুকরিয়া। দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রীকে এই আসনটি উপহার দেব।"

এদিকে ডাঃ কে এম বাবরের চূড়ান্ত মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী (আংশিক) এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test