E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে ওপেন বুক এক্সাম অনুষ্ঠিত 

২০২৫ ডিসেম্বর ২৫ ১৯:১০:২২
ঈশ্বরগঞ্জে ওপেন বুক এক্সাম অনুষ্ঠিত 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জের উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন আলোর অনির্বাণ কর্তৃক ওপেন বুক এক্সাম (বই খুলে পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষায় নয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষায় ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এবছর উচাখিলা স্কুলের সাবেক শিক্ষক মরহুম শাফী উদ্দিন স্যারের স্মরণে ৫ম বারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আলোর অনির্বাণের মুখপাত্র আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এবছর পারিপার্শ্বিক অবস্থার কারনে শিক্ষার্থী কিছুটা কম হলেও মেধাবীরা অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমধর্মী এ পরীক্ষা চালিয়ে নেয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন। এবছর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবীদের হাতে ১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে আগামী ২৭ ডিসেম্বর।

(এন/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test