E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাপ্তাইয়ে জ্যোতিপাল মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

২০২৫ ডিসেম্বর ২৭ ১৩:৫৭:০৩
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাপ্তাইয়ে জ্যোতিপাল মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

রিপন মারমা, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ডংনালা শাক্য নন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. জ্যোতিপাল মহাথেরো অন্ত্যেষ্টিক্রিয়া নানা ধর্মীয় ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিহার প্রাঙ্গণে হাজারো ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতিতে এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিতে মৃতদেহকে নিয়ে ‘সইং নৃত্য’, বিশেষ পূজা অর্চনা এবং প্রার্থনার আয়োজন করা হয়। বিকেলে বিহার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ‘ডং বাজী’র (এক ধরনের আতশবাজি বা অগ্নিসংযোগ পদ্ধতি) মাধ্যমে প্রয়াত এই বৌদ্ধ ভিক্ষুর মরদেহ দাহ করা হয়। এই বিশেষ ধর্মীয় উৎসব দেখতে রাইখালীসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে ভদন্ত উ. জ্যোতিপাল মহাথেরো পরলোক গমন করেন। ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, বিশেষ প্রক্রিয়ায় তাঁর মৃতদেহ কফিনে করে প্রায় এক মাস সংরক্ষণ করে রাখা হয়েছিল। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে গুণী ভিক্ষুদের প্রয়াণের বেশ কিছুদিন পর ঘটা করে এই অন্ত্যেষ্টিক্রিয়া বা ‘সোয়ান দাহ’ অনুষ্ঠান আয়োজন করা হয়।ধর্মসভা ও গুণীজনদের উপস্থিতি অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব ও আশীর্বাদ প্রদান করেন, রাজ নিকায় মার্গের ষষ্ঠ মহাসংঘ নায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো।

প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাহালিয়া ডাক বাংলা বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথেরো।

বিশেষ অতিথি হিসেবে ধর্মদেশনা প্রদান ও উপস্থিত ছিলেন,রাজস্থলী নাইক্য-বান্দায়া পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথেরো,রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত নাইন্দাওয়াইন্সা মহাথেরো,বান্দরবান রাজবিলা উদালবনিয়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত পাইন্দাওয়াইন্সা মহাথেরো,রাইখালী পূর্ব কোদালা ধর্ম রাজ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ওয়াইন্না মহাথেরো।

এসময় রাঙ্গামাটি ২৯৯ নং আসনের রাজনৈতিক ব্যক্তিত্ব দীপেন দেওয়ানের পক্ষ থেকে প্রতিনিধি উথোয়াইমং মারমাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বিহারের ভিক্ষু ও ভান্তেদের হাতে চীবর তুলে দেন। ভিক্ষু জ্যোতিপাল মহাথেরোর প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এলেও তাঁর শেষ বিদায়ে এক মিলনমেলায় পরিণত হয়েছিল শাক্য নন্দ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে।

(আরএম/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test