E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুর- ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক ছাত্রদল নেতা

২০২৫ ডিসেম্বর ২৭ ১৮:৫৮:০৪
জামালপুর- ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক ছাত্রদল নেতা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন সাবেক ছাত্রদলনেতা মাসুদ ইব্রাহিম।

আজ শনিবার দুপুরে জামালপুর সদর নির্বাচন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম সাংবাদিকদের সামনে বলেন, জামালপুর সদরবাসীর সুখদুঃখ আশা-আকাঙ্ক্ষা এবং চাহিদা মেটানোর লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

আমি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। ২০১৬ সালে আমাকে গুম করা হয়েছিল। এছাড়া আমার নামে জামালপুর ও ঢাকায় ৩২টি মামলা দায়ের করেছিল ফ্যাসিস্ট সরকারের পুলিশ।

তিনি আরও বলেন, যেহেতু বিএনপি অন্য এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আশা করি ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সবার ভোট প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ।

(আরআর/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test