E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই ব্যাটালিয়ন

২০২৫ সালে ২৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

২০২৫ ডিসেম্বর ২৮ ১৮:৪৪:০৪
২০২৫ সালে ২৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

রিপন মারমা, রাঙ্গামাটি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাম্প্রতিক কার্যক্রম ও অর্জিত সাফল্য নিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরের বিনোদন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত আন নাঈম, ক্যাপ্টেন আশরাফুল ইসলাম (এএমসি) এবং সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার।

বিশাল অঙ্কের চোরাচালান ও মাদক জব্দ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিদায়ী বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহ অভিযান কার্যক্রম চালিয়ে ২৮ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৮১৯ টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে ৫৮ লক্ষ ৭৯ হাজার টাকা মূল্যের মাদক এবং ২৭ কোটি ৭১ লক্ষ ৪৯ হাজার টাকার অন্যান্য মালামাল রয়েছে। এসব অভিযানে ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ৮১৫ বোতল বিদেশী মদ ও ৪০৮ লিটার দেশীয় মদ। ৩৭৩ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল বিয়ার ও ১২১৩টি ইয়াবা।

৪৪৪ কেজি গাঁজা ও ৫২০টি মদ তৈরির ট্যাবলেট। সীমান্তে কঠোর নজরদারির ফলে এ বছর ৬৬৭টি গরু, ১৭টি মহিষ এবং ৩৭টি ছাগল জব্দ করেছে বিজিবি। এছাড়া অস্ত্রবিরোধী অভিযানে সাফল্য উল্লেখ করে জানানো হয়, একটি এসএমজি (M4A1), মার্কিন ও ভারতীয় পিস্তলসহ বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ৫ শতাধিক দেশীয় অস্ত্র (হাসুয়া ও দা) উদ্ধার করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা বদ্ধপরিকর বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি বলেন, "বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমরা কেবল সীমান্ত রক্ষাই করি না, দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় সবসময় পাশে থাকি।"

তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে সীমান্ত এলাকায় নিয়মিত জনসচেতনতামূলক সভা ও সেমিনার পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষকে সন্দেহভাজন অপরাধীদের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test