E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরা- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

২০২৫ ডিসেম্বর ২৮ ১৯:৫৪:১১
মাগুরা- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা- ২ (মহম্মদপুর-শালিখা) ও মাগুরা সদরের চার ইউনিয়ন নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আজ রবিবার দুপুরে মহম্মদপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিল উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর আড়াইটার দিকে তিনি মহম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় সমবেত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে কর্মী-সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন।

পরবর্তীতে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকোনুজ্জামান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান মুকুলসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই গণতন্ত্র সুসংহত হবে এবং জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test