E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:২১:৫৩
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মেহেদী ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা গ্রামের বক্কার জোয়ার্দারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের পাশে হারুখালী এলাকার একটি ধানক্ষেতে মাটিতে মুখ গোঁজা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির একপর্যায়ে কাদামাটিতে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা মেহেদীকে ধরে এনে ওই ধানক্ষেতে হত্যা করেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো পরিবার কিংবা স্বজনদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test