E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ী-২ আসনে বিএনপিসহ ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০২৫ ডিসেম্বর ২৯ ২১:৫৭:৫৭
রাজবাড়ী-২ আসনে বিএনপিসহ ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটাইনিং অফিসার মো: রিফাতুল হক এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর হারুন অর রশীদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ (সংসদীয় আসন–২১০) আসনে তার মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন।

একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

হারুন অর র‌শিদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের প্রয়াত ম‌তিউর রহমানের সুযোগ্য সন্তান। তিনি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য এবং এর আগে টানা দুই মেয়াদে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে হারুন অর র‌শিদ ঢাকার প্রাইম ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য,রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত মোঃ হারুন অর রশীদ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ হারুন অর রশিদ মাষ্টার, গণ-অধিকার পরিষদ মনোনীত জাহিদ শেখ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত জামিল হিযাজী, জাতীয় পার্টি মনোনীত মোঃ শফিউল আজম খান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মোঃ আব্দুল মালেক মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত কাজী মিনহাজুল আলম, মোঃ কুতুব উদ্দিন, বাংলাদেশ ইসলামী আন্দোলন মোহাঃ আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপি নেতা মুজাহিদুল আলম, সাবেক এমপি নাসিরুল হক সাবু, সোহেল মোল্যা মনোনয়নপত্র দাখিল করেছেন।

(একে/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test