E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের মনোনয়নপত্র দাখিল

২০২৫ ডিসেম্বর ২৯ ২৩:১৬:৪৯
ফরিদপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের মনোনয়নপত্র দাখিল

দিলীপ চন্দ ফরিদপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ফরিদপুর জেলা শাখার আমির মো. বদর উদ্দিন, টিম অঞ্চল সদস্য শামসুল ইসলাম আল বরাটি, জেলা নায়েবে আমির আবু হারিস মোল্লা, জেলা সহকারী সম্পাদক এস এম আবুল বাশার, পৌর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল হোসেন শামীমসহ জেলা ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রফেসর আবদুত তাওয়াব বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং সে ক্ষেত্রে তিনি নির্বাচনে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুর-৩ আসনের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করবেন।

এ ছাড়া তিনি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মনোনয়নপত্র দাখিলকালে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test