E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রস্তুতি ও প্রতিরোধই দুর্যোগ মোকাবিলার মূল হাতিয়ার’

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:১৩:০১
‘প্রস্তুতি ও প্রতিরোধই দুর্যোগ মোকাবিলার মূল হাতিয়ার’

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর আয়োজনে হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালাটি সম্পন্ন হয়।

কর্মশালায় কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। এতে সংশ্লিষ্ট এলাকার হেডম্যান, জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

এসময় তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের মূলত চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে— প্রস্তুতি, প্রতিরোধ, প্রশমন এবং সবশেষে পুনর্বাসন। বর্তমানে অপরিকল্পিত বনায়ন ও নির্বিচারে বৃক্ষনিধনের ফলে আমরা প্রকৃতির যে ক্ষতি করছি, তার বিরূপ প্রভাবই দুর্যোগের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিশেষ অতিথি ও সঞ্চালনা সিসিএইচপি-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট ফেসিলিটেটর উসংবাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উসুয়ে সুয়ে চৌধুরী, হেডম্যান (৩২১ নং রাইখালী মৌজা)। জেনিফার অজান্তা তনচংগ্যা, সহকারী প্রোগ্রাম ম্যানেজার (হিল ফ্লাওয়ার)।

বক্তারা গ্রামীণ পর্যায়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণ সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

(আরএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

০১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test