E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাটোরে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:২৪:৪১
নাটোরে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা রডভর্তি ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরের দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন (২৬) ও যাত্রী তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিপ্লব হোসেন (৩৬)। সোহাগ নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে ও বিপ্লব টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও যাত্রী নিহত হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

(এডিকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test