E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী

২০২৫ ডিসেম্বর ৩০ ১৯:১১:২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী

যশোর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও রাষ্ট্রীয় শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১ জানুয়ারি ২০২৬-এর পরিবর্তে এই আয়োজনটি আগামী বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার যশোরের মুজিক সড়কে অবস্থিত জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ জানান, যখন ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, তখনই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদে তারা গভীরভাবে শোকাহত। তাই রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানের তারিখ পিছিয়ে ৭ জানুয়ারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭৫ সালের শেষ দিকে সমাজকে বদলে দেওয়ার ইচ্ছে নিয়ে যশোরের কয়েকজন যুবক 'জাগরণী চক্র' নামে সংগঠনটি গড়ে তোলেন। ১৯৭৬ সালে এটি সাংগঠনিক রূপ পায়। সংস্থার অন্যতম উদ্যোক্তা ছিলেন তৎকালীন তরুণ সমাজকর্মী মো. আজাদুল কবির আরজু। যিনি সংস্থার প্রথম সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শরীফ হোসেনকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন।

বর্তমানে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রায় ৮ হাজার কর্মী। দেশের ৫২ জেলায় প্রায় ১১ লক্ষ সুবিধাবঞ্চিত নারী-পুরুষ, শিশু ও প্রবীণ মানুষের সঙ্গে কাজ করছে। দারিদ্র্যমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যশোর থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি এখন দেশের অন্যতম প্রধান বেসরকারি উন্নয়ন সংস্থা।

'জাগরণের ৫০ বছর' নামকরণ করা এই সুবর্ণজয়ন্তী উদযাপনে দিনব্যাপী জমকালো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯ টায় জাগরণের জয়যাত্রার অংশ হিসেবে সংস্থার প্রধান কার্যালয়ে ৫০ জন শিল্পীর অংশগ্রহণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন। ৫০ জন সুবিধাভোগী কর্তৃক ৫০টি পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, জাগরণ বৃক্ষ (ছাতিম গাছ) রোপণ এবং প্রতিষ্ঠাতা ও অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান।

সকাল ১০ টায় জাগরণর অংশ হিসেবে শোভাযাত্রা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ (ঈদগাহ, দড়াটানা, চৌরাস্তা, রেলরোড, চারখাম্বা হয়ে মুজিব সড়ক) প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে ফিরে আসবে। সকাল সাড়ে ১০ টায় চিত্র জাগরণ ও জাগগরণের গল্প অংশ হিসেবে কার্যালয়ের পার্শ্ববর্তী মাঠে দেশের ২৫ জন খ্যাতিমান চিত্রশিল্পী এবং যশোরের ২৫ জন শিশু চিত্রশিল্পীর অংশগ্রহণে 'চিত্রজাগরণ' শীর্ষক আর্টক্যাম্প অনুষ্ঠিত হবে। একই সাথে গল্প শোনাবেন বিশিষ্ট কবি, লেখক ও বাচিকশিল্পীরা। বিকেল ৪টায় জাগরণী সমাবেশে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৫ জন প্রান্তিক সুবিধাভোগীর জীবনকথা, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আর্টক্যাম্পের প্রখ্যাত শিল্পীবৃন্দ, সংস্থার ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত স্টাফ ও তাদের স্ত্রী বা মা'কে সম্মাননা দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যঞ্জণ থিয়েটারের পরিবেশনায় নাটিকা 'যশস্বী আর্যপুত্র' ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে থাকবে আতশবাজির ঝলকানি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস'র নির্বাহী পরিচালক ড. ম্যাক্স স্টিলি।

উল্লেখ্য, সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরজুড়ে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশেষ স্বাস্থ্যসহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ পরিচালনার কর্মসূচিও হাতে নিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন।

এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আব্দুল জলিল, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ এবং পরিচালক (মাইক্রো ক্রেডিট) আজিজুর রহমান।

(এসএ/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test