E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা- ১  

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আওয়ামী লীগের নেতা সরদার মুজিব

২০২৫ ডিসেম্বর ৩১ ১৭:১০:১০
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আওয়ামী লীগের নেতা সরদার মুজিব

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব। তিনি কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের চাঁদ আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিব আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ৯২ হাজার ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেন ওয়ার্কার্স পার্টির অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ। সরদার মুজিব ভোট পান ২৩ হাজার ৬০০ ভোট। এরপরের সংসদ নির্বাচনগুলোতে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরদার মুজিবকে আর নির্বাচন করতে দেখা যায়নি।

তবে সরদার মুজিব জানান, তিনি নির্বাচনে লড়াই করতে পারার ব্যাপারে আশাবাদি। বাংলাদেশ নির্বাচন কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ি যদি সাজাপ্রাপ্ত কোন আসামী খালাস পাওয়ার ৫ বছরের মধ্যে নির্বাচন করতে না পারে সেক্ষত্রে জামায়াতের সঙ্গে তার লড়াই হবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিবের মনোনয়নপত্র জমা দিয়ে ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন মাগফুর খাঁ নামের আওয়ামী লীগের এক কর্মী। তিনি কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মিনহাজ খাঁ’র ছেলে। তাকে মানিকনগর গ্রামের ব্যবসায়ি কামরুজ্জামানের উপর ২০১৫ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় সরসকাটি বাজারে ইউনিয়ন পরিষদের সামনে মারপিট ও ১০ লাখ টাকা চাঁদার দাবিতে সাত লাখ টাকা ছিনিয়ে নেওয়া সংক্রান্ত দায়েরকৃত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কলারোয়া থানায় মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, মাগফুর খঁ’কে একটি চাঁদাবাজি ও মারপিটের মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল।

(আরকে/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test