E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বছরের শুরুতেই কাপ্তাইয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই

২০২৬ জানুয়ারি ০১ ১৭:৪৭:০১
বছরের শুরুতেই কাপ্তাইয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই

রিপন মারমা, রাঙ্গামাটি : নতুন বছরের প্রথম দিনে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। খালি হাতে স্কুলে গিয়ে নতুন বইয়ের মলাটের গন্ধে মেতে ওঠে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রম চলছে।

কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, প্রতিটি শিশুর হাতে সময়মতো বই পৌঁছে দিতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করছেন।

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়েও সমান উদ্দীপনায় বই বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতেছে। অভিভাবকরাও বছরের প্রথম দিনেই সন্তানদের হাতে বই পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেছেন।

শিক্ষকরা জানিয়েছেন, সময়মতো বই পাওয়ায় পাঠদান কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে।

(আরএম/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test