E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উৎসব না থাকলেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

২০২৬ জানুয়ারি ০১ ১৮:২৬:৪২
উৎসব না থাকলেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রূপক মুখার্জি, নড়াইল : রাষ্ট্রীয় শোক পালনের কারণে এ বছর আনুষ্ঠানিক বই উৎসব অনুষ্ঠিত না হলেও নড়াইলে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম থেমে থাকেনি। বছরের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে নড়াইল জেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৯ লাখ ৬৬ হাজার ৪৯৪টি পাঠ্য বইয়ের চাহিদা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৬৭ শতাংশ বই বিদ্যালয়গুলোতে পৌঁছে সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে। অবশিষ্ট প্রায় ৩৩ শতাংশ বই খুব শিগগিরই সরবরাহ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। বই উৎসব না থাকলেও বিদ্যালয় প্রাঙ্গণে বই হাতে পাওয়া শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও
উচ্ছ্বাস।

বৃহস্পতিবার সরেজমিনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নতুন বই সংগ্রহ করছে। শিক্ষকরা বই বিতরণের পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও মনোযোগ দিয়ে পড়াশোনার প্রতি নির্দেশ দিচ্ছেন। কেউ নতুন বই উল্টে-পাল্টে দেখছে, কেউ আবার সহপাঠীদের সঙ্গে বইয়ের ছবি ও রঙিন প্রচ্ছদ নিয়ে কথা বলছে।

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, 'রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের আনন্দই আমাদের প্রাপ্তি।

এদিকে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে জানান, বছরের শুরুতেই বিনামূল্যের পাঠ্যবই পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও আগ্রহী হয়। এতে নতুন শিক্ষাবর্ষের শুরুটা ভালো হয়।

শিক্ষা বিভাগ আশা করছে, অবশিষ্ট বই দ্রুত সরবরাহ শেষ হলে শিক্ষার্থীরা কোনো ধরনের ঘাটতি ছাড়াই পূর্ণাঙ্গ পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

(আরএম/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test