E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির খাবার খেয়ে অসুস্থ ৩০ শ্রমিক

২০২৬ জানুয়ারি ০২ ১৮:০৪:১২
ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির খাবার খেয়ে অসুস্থ ৩০ শ্রমিক

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির সরবরাহকৃত খাবার খেয়ে একটি ফ্লোরের অন্তত ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের মধ্যে ১৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার (০২ জানুয়ারি) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিতে দেখা গেছে।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকায় অবস্থিত প্রাণ কোম্পানির বঙ্গ মিলার্স লিমিটেডে প্রতিদিনের মতো শ্রমিকদের রাতের খাবার সরবরাহ করা হয়। ওই খাবার খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ফ্লোরের প্রায় ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কোম্পানির অভ্যন্তরীণ আবাসিক মেডিকেল অফিসার তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে কোম্পানির নিজস্ব গাড়িতে করে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ডায়রিয়া, পেটব্যথা ও মাথাব্যথার উপসর্গ নিয়ে প্রায় ৩০ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৮-১০ জন শ্রমিক জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিব কুলসুম বলেন, “গত রাত থেকে একাধিক শ্রমিক মাথাব্যথা, পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্য বা পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে তারা অসুস্থ হয়েছেন। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।”

এ বিষয়ে প্রাণ কোম্পানির ঈশ্বরদী (বড়ইচারা) শাখার এডমিন শিহাব উদ্দিন জানান, শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে তারা অসুস্থ হতে পারেন। তিনি বলেন, “অনেক শ্রমিককে আমাদের কোম্পানির অভ্যন্তরে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।”

(এসকেকে/এসপি/জানুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test