E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর- ৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

২০২৬ জানুয়ারি ০২ ১৮:৩৬:৩০
ফরিদপুর- ৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

দিলীপ চন্দ, ফরিদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র যাচাই করে সিদ্ধান্ত প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ।

যাচাই-বাছাই শেষে ফরিদপুর-৩ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): নায়াব ইউসুফ আহম্মেদ। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি): আরিফা আক্তার বেবি। বাংলাদেশ জামায়াতে ইসলামী: মোঃ আবদুত তাওয়াব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: মোঃ রফিকুজ্জামান মিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ: কে. এম. ছরোয়ার।

জানা গেছে, ফরিদপুর- ৩ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ডিসি/এসপি/জানুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test