E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল

২০২৬ জানুয়ারি ০২ ১৮:৪৯:১৭
ফরিদপুরে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘ফরিদপুরবাসী’-র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সাবেক সদস্য সচিব সোহেল রানা, মাহবুবুর রহমান, মিন্টু মিয়া, জনি বিশ্বাস, নিলুফার ইয়াসমিন, সাইফুল ইসলাম ও সালমান রহমান পিয়ালসহ অন্যান্যরা।

বক্তারা অবিলম্বে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। তারা বলেন, শহীদ ওসমান হাদী সারা জীবন ইনসাফ ও ন্যায়বিচারের কথা বলেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন। অথচ আজ তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে—এটি অত্যন্ত লজ্জাজনক।

বক্তারা আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে এসে যোগ দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test