E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

২০২৬ জানুয়ারি ০৩ ১৯:১৫:৫৬
জামালপুরে ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাজন্য রুহানি, জামালপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে ৩টি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। আসন তিনটি হলো জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ), জামালপুর- ২ (ইসলামপুর) ও জামালপুর- ৩ (মেলান্দহ মাদারগঞ্জ)।

আজ শনিবার দিনব্যাপী জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে প্রথমদিন তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়। কাল রবিবার বাকি দুই আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মনোনয়ন বাছাইয়ে জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জামালপুর- ২ ( ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ ৬ জনের মনোনয়ন।

জামালপুর- ৩ (মেলান্দহ মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারী, গণঅধিকার পরিষদের লিটন মিয়া, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম, গণঅধিকার পরিষদের মো. রুবেল মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

(আরআর/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test