E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইল- ২ 

জামায়াত প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

২০২৬ জানুয়ারি ০৪ ১৯:৩০:৪৭
জামায়াত প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল- ২ আসনে (লোহাগড়া ও সদরের একাংশ) জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু'র সাথে লোহাগড়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বিকালে লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের একটি অভিজাত হোটেলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল- ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতের সেক্টেটারী সেকেন্দার আলী, উপজেলা বাইতুল মাল সম্পাদক মো: বাদশা মিয়া।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীসহ নির্বাচনী কার্যক্রম উপস্থাপন করে বলেন, আমি নির্বাচিত হলে নড়াইল আর লোহাগড়ার মধ্যে কোন বৈষম্য থাকবে না। জাতীয় উন্নয়নের ধারায় নড়াইল জেলাকে সম্পৃক্ত করে জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় লোহাগড়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test