E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও পোশাক বিতরণ

২০২৬ জানুয়ারি ০৫ ১৭:১০:৪২
টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও পোশাক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বেগম ফাতেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের ২৫ জন মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি ও ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয় পোশাক বিতরণ করা হয়।

সাইফুল হক ও জেবুন্নেছা হকের পৃষ্ঠপোষকতায় হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জন মেধাবী ছাত্রীকে ৩৬০০ টাকা করে বার্ষিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শ্রেনীর ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয়ের পোশাক দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন মিয়া।

স্থানীয় প্রবীণ সমাজসেবক টি.জি মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হক পরিবারের সদস্য এসএম মফিজুল হক মিন্টু, বেগম ফাতেমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অকূল চন্দ্র মন্ডল সহ আরো অনেকে।

হক পরিবারের সদস্য এসএম মফিজুল হক মিন্টু বলেন, হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ছাত্রীদের যে টাকা দেয়া হচ্ছে এটা কোন করুনা নয়। এটা উপহার, কারন এতে অন্যান্য ছাত্রীরা ভালো পড়াশোনা করতে উৎসাহ পাবে। আর এ বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন অনেকে বিদ্যালয়ের পোশাক কিনতে পারে না, তাই তাদের পোশাক বিতরণ করা হয়েছে। হক ফাউন্ডেশন প্রতি বছর এমন কাজ করে থাকে আর আগামীতেও করবে।

(টিবি/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test