E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২০২৬ জানুয়ারি ০৫ ১৭:৩০:৩৬
সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার, ফরিদপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশিক প্রমুখ।

এসময় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণ বিধিমালা পরে শুনান ও মেনে চলার আহব্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

(এএনএইচ/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test