E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেপিএম ব্রিকফিল্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ব্লাড লাইন

২০২৬ জানুয়ারি ০৫ ১৭:৪২:৫৭
কেপিএম ব্রিকফিল্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ব্লাড লাইন

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি  কাপ্তাই উপজেলার কেপিএম ব্রিকফিল্ড মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো 'চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ জুনিয়র ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫'-এর ৫ম আসর। 

রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে কেপিএম বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেপিএম ব্লাড লাইন।

বিকাল ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মেগা ফাইনালে মুখোমুখি হয় কেপিএম বয়েজ ক্লাব ও কেপিএম ব্লাড লাইন। নির্ধারিত সময়ের খেলায় কোনো পক্ষই গোল করতে না পারায় ম্যাচটি অমীমাংসিত থাকে। পরবর্তীতে ভাগ্যনির্ধারণী ট্রাইব্রেকারে ২-১ ব্যবধানে কেপিএম বয়েজ ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয় কেপিএম ব্লাড লাইন।
ফাইনাল খেলা অতিথি ও আলোচনা সভা

মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে এবং রিয়াজ উদ্দিন আকাশের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্ল্যাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ফুটবল শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলসহ সকল খেলাধুলার উন্নয়নে কেপিএম-এর পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্ল্যাহ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার আসলাম খান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এবং কেপিএম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হুদা।

রেফারির দায়িত্ব পালন করেন মোঃ শাহ আলম। সহকারী রেফারি ছিলেন, কায়ছারুল হাসান শাওন ও ইখতিয়ার উদ্দিন হৃদয়।

ধারাভাষ্য: সিজান আহমেদ সাগর তার প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন।

গত ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।

(আরএম/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test