E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কালোবাজারে সার বিক্রি, ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

২০২৬ জানুয়ারি ০৬ ১৮:৩২:৩৩
ফরিদপুরে কালোবাজারে সার বিক্রি, ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে কৃষককের বরাদ্দকৃত সার অবৈধভাবে কালোবাজারে বিক্রির অভিযোগে এক সারের ডিলার ব্যবসায়িকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা সহস্রাইল বাজারে ইলিয়াস মোল্লা দোকানে পাচারের অভিযোগে, আলফাডাঙ্গা পৌর সদর বাজারে মেসার্স রাজীব এন্টারপ্রাইজ এর মৃত গনেশ কুন্ডুর ছেলে ও বর্তমানে দোকানটির স্বত্বাধিকারী ও ডিলার- রাজীব কুমার কুন্ডুকে ৫০হাজার টাকা জরিমানা করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান। এসময় স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার শাহা সেখানে উপস্থিত ছিলেন।

কৃষি বিপণন ২০১৮(১) এর ঠ ধারায় মোতাবেক ৫০ হাজার টাকা অনাদায়ী এক বছরের জেল ধার্য্য করা হয়।

জানা যায়, মেসার্স রাজীব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাজীব কুমার কুন্ডু দীর্ঘদিন ধরে কৃষকদের সার কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধ ভাবে বিক্রি করে আসছে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা বাজার গুলোতে।

এছাড়াও বিগত বছরগুলোতে কৃষকের প্রতি কেজি ২১ টাকার জায়গায় ৩০ টাকা দরে বিভিন্ন জায়গায় সার বিক্রির অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার বারাশিয়া নদীর ব্রিজের উপরে সাগরের বোঝাই ভানসহ ডিএপি সার ১০ বস্তা পাচারের সময় সাংবাদিকরা দেখে গতিরোধ করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা অবগত করলে কৃষি কর্মকর্তার সহযোগিতায় ভ্যানটি আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি অফিস কার্যালয়ে নেওয়া হয়।

আবুল হোসেন নামে এক কৃষক অভিযোগ করে বলেন, সকল দোকানে সার কিনতে গেলে বলে সার নেই অল্প কিছু আছে ৩০ টাকা হলে দেওয়া যাবে।যেখানে সরকার নির্ধারিত ২১ টাকা।অথচ প্রতিদিন সকাল বিকেল বোয়ালমারী, কাশিয়ানী নসিমন ও ভ্যানে দশ পনের টি গাড়ি পাচার হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার শাহা বলেন, আলফাডাঙ্গায় যোগদানের পর থেকে সার পাচার হচ্ছে অভিযোগ পাই হাতে নাতে ধরতে পারি না।আর আমার হাতে জেল জরিমানা ক্ষমতা থাকলে সকল ডিলারকেই আইনের আওতায় আনা হতো।আপনাদের মাধ্যমে ধরতে পেরে আইনের আওতায় আনা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, সার পাচার অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় এবং গত বছর সার দাম বেশি নেওয়ার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা, বার বার অপরাধ করায় ৫০ হাজার টাকা অনাদায়ে এক বছরের জেল দেওয়া হয়েছে।

ইল্লেখ করা যেতে পারে, সম্প্রতি ফরিদপুরের অনেক কৃষক তাঁদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। তাছাড়া, কিছু কৃষক অভিযোগ করেছেন ডিলারেরা কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দাম থেকে বেশি দামে সার কিনতে হয়েছে তাঁদের। অনেক ডিলারই স্লিপ কারসাজির মাধ্যমে এসব করে থাকেন। আর এখন সার পাচারের অপরাধ প্রমানিত হলো এবং এ অপরাধে এক ডিলারকে করা হলো জরিমানা।

যদিও কৃষি কর্মকর্তারা বলছেন, সারের সংকট কয়েক দিনের জন্য ছিলো বটে কিন্তু এখন তা নেই। এমতাবস্থায় কৃষকদের সারের অধিকার নিশ্চিতে ডিলারদের সার বিক্রিতে সরকারি নজরদারি বৃদ্ধির দাবি উঠেছে। যদিও কয়েকটি বড় বাজারের ডিলারদের সাথে কৃষি কর্মকর্তাদের অতিমাত্রায় সখ্যতাকে সন্দেহের চোখে দেখেন স্থায়ীয় সাধারণ কৃষকেরা।

তাঁরা মনে করেন, কিছু ফিল্ড পর্যায়ে কিছু অসাধু কৃষি কর্মকর্তার যোগসাজশে সরকারি ডিলারেরা এসব সার কারসাজির সাথে যুক্ত হয়ে পড়েছেন।

কৃষকদের সরকারি সারের প্রাপ্য অধিকার নিশ্চিত এবং অসাধু ডিলারদের সার কারসারি ও দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি নজরদারি বৃদ্ধির তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

(আরআর/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test