E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অশ্রুসিক্ত নয়নে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যানকে বিদায়

২০২৬ জানুয়ারি ০৬ ১৮:৪২:২৮
অশ্রুসিক্ত নয়নে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যানকে বিদায়

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান ও নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম-এর বিদায়ী অধিনায়ক কমডোর আমানত উল্লাহ-কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিদায়ী বক্তব্যে কমডোর আমানত উল্লাহ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে নবাগত অধিনায়ক কমডোর সুমন হায়দার প্রতিষ্ঠানের ধারা অব্যাহত রেখে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

এসময় গভর্নিং বডির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, নৌবাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী অধিনায়কের দায়িত্বপালনকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

(আরএম/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test