E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

২০২৬ জানুয়ারি ০৬ ১৯:৫৫:১৪
পাংশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণভাবে এবং একটি বসতঘর আংশিকভাবে পুড়ে যায়। এছাড়া তিনটি গোয়ালঘর, তিনটি রান্নাঘর, দুটি ছাগল, ৩০–৪০টি হাঁস-মুরগি, ঘরের আসবাবপত্র ও নগদ ২০–৩০ হাজার টাকা আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, বাঘারচর গ্রামের মৃত বিলাত আলী মন্ডলের ছেলে চাঁদ আলী ও সুরুজ আলী এবং মৃত ওছের আলী মন্ডলের ছেলে সদর আলী।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সদর আলী জানান, তার একটি বসতঘর সম্পূর্ণ এবং একটি বসতঘর আংশিকভাবে পুড়ে গেছে। পাশাপাশি একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর আগুনে নষ্ট হয়। এছাড়া দুটি ছাগল, ১৫–২০টি হাঁস-মুরগি ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অপর ক্ষতিগ্রস্ত সুরুজ মন্ডল জানান, তার একটি বসতঘর, একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। এ ছাড়া ১০–১৫টি হাঁস-মুরগি এবং ঘরে রাখা নগদ ২৫ হাজার টাকা আগুনে নষ্ট হয়েছে। এতে তার আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও অগ্নিকাণ্ডে চাঁদ আলীর একটি গোয়ালঘর এবং রহিম মন্ডলের একটি রান্নাঘর পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সদর আলীর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, “রাত ১টা ৩০ মিনিটে আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

এ ঘটনায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রাথমিকভাবে নগদ ১০ হাজার টাকা ও ২০টি কম্বল বিতরণ করেন। পাশাপাশি তিনি পরবর্তীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন ও সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার উপস্থিত ছিলেন।

(একে/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test