E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

২০২৬ জানুয়ারি ০৭ ১৭:৩১:৪৪
তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : ঘন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের জনপদ। তাপমাত্রা নিম্নগামী হয়ে এজেলার উপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। বিকালের পর নামছে ঘন কুয়াশা। সেই সাথে বাড়ছে শীত ও ঠান্ডার তীব্রতা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উপজেলার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা। আজ বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের পাদদেশে অবস্থিত এ অঞ্চলে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে তীব্র শীত। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় জেলা জুড়ে শীতের দাপট তীব্র আকার ধারণ করেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ধরলা ও বারোমাসিসহ ১৬ টি নদ-নদীর চরাঞ্চলের বাসিন্দারা। শীত যেন রুপ নিয়েছে এক গভীর মানবিক সংকটে।

জেলার বালারহাট বাজারে অটোরিকশা চালক গোলজার হোসেস, শাহিন মিয়া জানান, ঠান্ডা এতো বেশী যে গাড়ি নিয়ে বের হয়ে শরীর শীতল হয়ে যাচ্ছে । ঠান্ডায় হাত-পা কাঁপছে। ঠান্ডায় গাড়ি চালাতে পারছি না। এমন ঠান্ডা আর দেখিনি। তারপরও তারা জীবন জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমেল বাতাস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ হওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।

(পিএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test