E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্য গ্রেপ্তার 

২০২৬ জানুয়ারি ০৭ ১৮:২৬:৫৬
মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্য গ্রেপ্তার 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) উপজেলা শাখার সাবেক দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)। এ ঘটনায় আরও দুই আসামি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী ফরিদপুরের একটি জুটমিলে কর্মরত। গত সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের মেজবার ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামেন তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা চার যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে পাশের একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে যায়।সেখানে সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীনসহ রুবেল ও সুমন তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানান।পরের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে স্বজনদের সহায়তায় তিনি মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্ত সানি ও স্বাধীনকে গ্রেপ্তার করে।পরে মঙ্গলবার রাতে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার (৭ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের সাংগঠনিক পরিচয় সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, “অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় মহম্মদপুর উপজেলা কমিটি অনেক আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত আট মাস ধরে সেখানে কোনো কার্যকর সাংগঠনিক কমিটি নেই।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে চলছে। পলাতক অপর দুই আসামি রুবেল ও সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(বিএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test