E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভিযুক্ত সেনাসদস্য সাবেক স্বামী 

চাটমোহর হাসপাতালের জরুরি বিভাগে নার্সকে কুপিয়ে জখম

২০২৬ জানুয়ারি ০৯ ১৮:২৩:০৬
চাটমোহর হাসপাতালের জরুরি বিভাগে নার্সকে কুপিয়ে জখম

চাটমোহর প্রতিনিধি : ডিভোর্স দেওয়ায় ক্ষোভে পাবনার চাটমোহরে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় সুলতানা জাহান ডলি (৪৬) নামের এক নার্সকে কুপিয়ে জখম করেছে সেনা সদস্য সাবেক স্বামী।

আজ শুক্রবার সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত সেনা সদস্য আমিরুল ইসলাম।

এদিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধর করে সুলতানা জাহান ডলিকে চিকিৎসা দিয়ে চাটমোহর হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। অভিযুক্ত সেনা সদস্য আমিরুল ইসলাম উপজেলা পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নূর মোহাম্মদের পালিত ছেলে।

সুলতানা জাহান ডলি ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আমিরুল ইসলাম রাঙামাটিতে সেনাসদস্য হিসেবে কর্তব্যরত আছেন। প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুল ইসলামের সাথে বিয়ে হয় সুলতানা জাহান ডলির। আমিরুল এবং ডলি খাতুনের প্রত্যেকেরই এটি দ্বিতীয় সংসার। বিয়ের পর থেকে দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে পর পর দুই বার তাদের মধ্যে ডিভোর্স হয়। পরবর্তীতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারো সংসার শুরু করেন।

প্রায় দুই মাস আগে সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন সুলতানা জাহান ডলি। এরপর আবারো তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে চলতি মাসের (৩ জানুয়ারি) তারিখে সুলতানা জাহান ডলি সেনাসদস্য আমিরুল ইসলামকে ডিভোর্স দেন। ডিভোর্স দেওয়ার পর থেকেই সুলতানা জাহান ডলিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আমিরুল ইসলাম-এমনটাই অভিযোগ করেন সুলতানা জাহান ডলি।

শুধু তাই নয়, সেনাসদস্য আমিরুল ইসলাম সাবেক স্ত্রী সুলতানা জাহান ডলির নগ্ন ছবি হাসপাতালে বিভিন্ন নার্সের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে দিয়ে চরিত্র হননের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করেন সুলতানা জাহান ডলি। এ ঘটনায় সুলতানা জাহান ডলি থানায় একটি সাধরণ ডায়েরি করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সেনা সদস্য আমিরুল ইসলাম।

এরপর শুক্রবার সকালে নাইট ডিউটি শেষে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুলতানা জাহান ডলি। এসময় আচমকা জরুরি বিভাগে আমিরুল ইসলাম ঢুকে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সুলতানা জাহান ডলির গলা, পেট. দুই হাতসহসহ শরীরের অসংখ্য জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ ঘটনার পর হাসপাতালের অন্য নার্সদের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে।

সুলতানা জাহান ডলির শারীরিক অবস্থার ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: হুমায়ুন কবির জানান, আমি ঢাকায় অবস্থান করছি। তবে বিষয়টি শুনেছি। সুলতানা জাহান ডলি নামের ওই নার্সের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসএইচ/এসপি/জানুয়ারি ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

১০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test