E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে দেড় শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা

২০২৬ জানুয়ারি ০৯ ১৮:৪৪:৩৪
কাপ্তাইয়ে দেড় শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) রাঙ্গামাটি জেলা সংসদের আয়োজনে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার বিভিন্ন গীতা স্কুল ও মন্দিরের দেড় শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা শুরুর আগে বিদ্যালয় সংলগ্ন মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাগীশিক রাঙ্গামাটি জেলা সংসদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি আশীষ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগীশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পরীক্ষা কমিটির সদস্য সচিব লায়ন শম্ভু দাশ।

কাপ্তাই হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ঝুলন দত্ত এবং জেলা বাগীশিকের সাংগঠনিক সম্পাদক সাগর পালের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক বাপ্পী জয় পাল, রাঙ্গামাটি জেলা বাগীশিকের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিউটি দত্ত, রাঙ্গামাটি জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরূপ মুৎসুদ্দী, গীতাঞ্জলী মাতৃ সংসদের সভাপতি অর্চনা দাশ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলা এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গীতা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে দূরে রেখে নৈতিক চরিত্রের অধিকারী হতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, হরি মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি স্বপন সেন, সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য, যুব সংগঠক উত্তম মল্লিক, উজ্জ্বল মল্লিক এবং অনিন্দ্য পাল প্রমুখ।

পরীক্ষা শেষে কেন্দ্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ এবং পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

(আরএম/এসপি/জানুয়ারি ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

১০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test