E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ  

২০২৬ জানুয়ারি ১০ ১৫:২৩:২৬
নড়াইলে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ  

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, লোহাগড়ায় কোন সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না। বাজার ব্যবসায়ীরা নিরাপদে- নির্বিঘ্নে ব্যবসা করবে। কোন সংঘাত হবে না। আমি চাই সম্প্রীতির লোহাগড়া, যেখানে হিন্দু-মুসলমান সম্প্রীতির বন্ধনে সুন্দর ভাবে বসবাস করবে।

(আরএম/এএস/জানুয়ারি ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test