E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমকালো আয়োজনে কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবার’-এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৬ জানুয়ারি ১০ ১৫:২৮:৫৫
জমকালো আয়োজনে কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবার’-এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই : ‘সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা’—এই স্লোগানকে ধারণ করে রাঙ্গামাটির কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করল নতুন সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা পরিবার’। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় কাপ্তাইয়ের একটি স্থানীয় মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

উদ্বোধক ডা. প্রবীর খিয়াং বলেন, "সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজের মনন ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক। পাহাড়ি অঞ্চলের তরুণদের সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করতে সুরের ধারা পরিবারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"

প্রধান অতিথি মোঃ দিলদার হোসেন তার বক্তব্যে বলেন, "কাপ্তাইয়ের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ করতে এই সংগঠনের আত্মপ্রকাশ একটি ইতিবাচক পদক্ষেপ। স্থানীয় শিল্পীদের সঠিক পরিচর্যার মাধ্যমে জাতীয় পর্যায়ের শিল্পী তৈরিতে এই সংগঠনটি বড় ভূমিকা রাখবে।"

কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন,
কাপ্তাই শিল্পকলা পরিষদ সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল, কাপ্তাই শিল্পকলা একাডেমি সাবেক সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, বিশিষ্ট যাত্রাশিল্পী ও নির্দেশক) আপ্রুসী মারমা কারবারি, (নাট্য ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা)অমল বিকাশ তঞ্চঙ্গ্যা।

সুরের ধারা পরিবারের সদস্য সচিব অর্ণব মল্লিক জানান, কাপ্তাইয়ে নতুন ও সম্ভাবনাময় শিল্পী সৃষ্টির লক্ষ্য নিয়ে তাদের এই পথচলা শুরু হলো। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

(আরএম/এএস/জানুয়ারি ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test